ধূসর কুয়াশা

অলংকরণ: মাসুক হেলাল

জীবন–নদীর চলমান খেলায়
মানুষ চেনা বড় দায়।
ফেরেস্তার খোলসে
কুচুটে মুখ ঢাকে মুখোশে
সময় গড়ালে হয় মনচ্ছবির ওলট–পালট
তখনই স্পষ্ট হয় কতটা হিংসার দাপট।
জেনে–বুঝে বুকে জড়ালাম ধূসর কুয়াশা
ভেঙে গেছে স্বপ্নে বোনা আহ্লাদী বাসা।
সবাই পারে না জীবনে রংটা নিজের করে
ছুঁতে, মনের টানে শব্দ লেখে তার নামেতে।