নিঃশব্দতার গল্প
নিঃশব্দতার ভেতরেও গল্প লেখা হয়
শব্দহীন এক অনুভবে জেগে থাকে ক্ষত।
প্রতিটি নিঃশ্বাসে জমে থাকা না–বলা কথা
অশ্রুতে ভেসে যায় না–ভুলে যাওয়া ব্যথা।
রাত্রির আঁধারে নক্ষত্রেরা দেয় আলো
তবু থাকে এক শূন্যতা, অন্তহীন কালো।
স্বপ্নেরা ধূসর হয়ে যায় ভোরের অপেক্ষায়
আলো আসে, তবু অন্ধকার বুকে বাসা বাঁধে।
প্রেম, তার তো ভাষা নেই কোনো
তোমার চোখের চাহনিতে লুকিয়ে থাকে রোদ্দুর।
শুধু হাতের স্পর্শে সেই নীরবতা জাগে
যেখানে হৃদয়ের কথারা নীরবে ফুল হয়ে ফোটে।
তবু সেই প্রেমের ভাষা পড়তে জানি না
অপেক্ষায় থাকি, এক নতুন প্রভাতের
যেখানে তোমার–আমার চিরকালীন গল্প
লিখিত হবে শব্দহীনতার বুকে নীরব ছন্দে।