বিদায়ী বছরের ব্যর্থতাকে সরিয়ে রেখে নতুন বছরে নতুনভাবে শুরু হলো পথচলা। পুরোনো বছরের সংশয়, সংকট উদ্বেগ কাটিয়ে উঠে নতুন ভাবনা, নতুন আশায়, নতুন করে দিনযাপন শুরু করেছে বিশ্বের মানুষ। পুরোনো বছর যেমনই কাটুক, নতুন বছর যেন ভালো কাটে, সেই কামনা থাকে সবার।
নতুন বছর এলে অপূরণীয় অনেক স্বপ্ন নতুন রূপে দেখতে শিখি। পুরোনো বছরের স্মৃতি কাটিয়ে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি, সমৃদ্ধি, স্বস্তি ও গতিময়তা। সবার জীবনে স্বপ্ন পূরণের দিন হয়ে ধরা দিক, এটাই কাম্য।
সব অপূর্ণতা আমাদের জন্য আশীর্বাদ হয়ে ধরা দিক। তাই নতুন বছরে প্রত্যয় হোক অসমাপ্ত কাজ কিংবা প্রত্যাশা পূরণের অঙ্গীকার। আমাদের হৃদয় নতুন প্রাণের স্পন্দন, নতুন প্রত্যাশা, নতুন সম্ভাবনাতে ভরে উঠুক। দীপ্তিময় সম্ভাবনাতে আলোকিত হোক। প্রত্যাশা-প্রাপ্তির যোগসূত্র মিলিয়ে এবার পূর্ণোদ্যমে এগিয়ে যাওয়ার পালা। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ পুরোনো বছরের গ্লানি মুছে নতুন বছরের নতুন দিন দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
বন্ধু, ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা