বন্ধু গোলাম রশিদের মৃত্যুতে বন্ধুসভার শোক

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি গোলাম রশিদছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি গোলাম রশিদ (৫১) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি না-ফেরার দেশে পাড়ি জমান।

বুধবার রাত ১০টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর-আরামবাগ-পোল্লাডাঙ্গা গোরস্তানে জানাজা শেষে গোলাম রশিদকে দাফন করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মহল্লার গোলাম রাব্বানীর ছেলে। তিনি মা, স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।

একাধিকবার চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন গোলাম রশিদ
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা যাঁদের হাত ধরে শুরু থেকে এগিয়ে এসেছে, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন গোলাম রশিদ। এ বিষয়ে সাধারণ সম্পাদক মাশরুফা খাতুন বলেন, ‘তিনি একাধিকবার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাঁর সুদক্ষ নেতৃত্বে অনেক কর্মসূচি পালিত হয়েছে। এ ছাড়া তাঁর সুদক্ষ নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জে স্কাউটস আন্দোলন গতি পায়। এগিয়ে চলেছে সুনিপুণভাবে। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে ব্যথিত ও শোকাহত। এ শোকের মধ্যেই তাঁর পরিবারের সদস্যদের জন্য চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।’

অর্থ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা