আলো

ভোরের সূর্যোদয় নতুন দিনের বার্তা দেয়ছবি: সূর্য দাশ

তুমি মোর সে আলো
যাহা যুগযুগান্তর দীপ্তিমান।
বারে বার খণ্ডন ঘটে হৃদয়ের,
তবু তুমি মোর মনে দণ্ডায়মান।

তুমি মোর সে আলো
যাহা মাঠের পর মাঠ,
তেপান্তর পেরিয়ে, সব বাধা ছাড়িয়ে,
অমাবস্যা সরিয়ে জ্যোৎস্না ছড়াও।
তুমি মুক্ত বাতাসে
রজনীগন্ধার গন্ধ
আমাতে জুড়িয়ে আছ তুমি,
আর মুগ্ধতা ছড়াও।

মম হৃদয়ের সেই
কৃষ্ণবর্ণ আবরণ তুমি; যাহা কয়লার ন্যায়
শতবার ধৌত করিলেও
পূর্বের মতোই রয়।
আমি তোমাতেই মগন,
তোমার অনুভব শান্ত-শীতল।
না পাওয়ার যাতনা নিদারুণ,
সারাক্ষণ, সারা জীবন তাই করো জাগরণ।