নিশ্চুপ পাথরের কান্না

নিশ্চুপ পাথরের কান্নাছবি: প্রথম আলো

বেলা শেষে,
দিনের সমাপ্তি নিয়ে সন্ধ্যাতারার উজ্জ্বল
তারাটি খসে পড়েছে বারান্দায়।
অগোছালো পৃথিবীর দূষিত নর্দমার মুহুর্মুহু দুর্গন্ধে
ছড়িয়ে গেছে বিমর্ষ হৃদয়ের কেন্দ্রবিন্দু
ছিন্নভিন্ন করে।
এই শহরের বাতাসে মৃতের গন্ধ ভেসে আসে,
জীবন্ত মানুষের দেহঘড়ি ক্রমশ রক্তমাখা
আঘাতে আঘাতে!
রক্তের দূষণ মনের পাঁজরে গলিত হচ্ছে
বুকফাটা আর্তনাদে।

জীর্ণ-শীর্ণ অবয়বে নিঃশব্দ পাথরের কান্না,
আকাশের শূন্যে প্রতিধ্বনি হয়ে মিশে যায়
বোবা হাহাকারে।
রঙিন স্বপ্নগুলো মেঘাচ্ছন্নতার প্রলেপ মেখে,
দাফন হয় নিত্যনতুন কষ্টের স্তূপে।
খুব সংগোপনে একাকী দুঃখের যাতনে
শতাব্দীর পর শতাব্দী নীল কষ্ট বুকের জমিনে রেখে!
নিরালায় ডুবে যায় বিষাদময় রাত্রির বুকে।
সুখের আঙিনার দূর্বাঘাস মরে গেছে
আষ্টেপৃষ্ঠে পদদলিত হয়ে,
জীবনের নিশ্চুপ যন্ত্রণার ঘাত–প্রতিঘাতে।