জীর্ণ-শীর্ণ অবয়বে নিঃশব্দ পাথরের কান্না,
আকাশের শূন্যে প্রতিধ্বনি হয়ে মিশে যায়
বোবা হাহাকারে।
রঙিন স্বপ্নগুলো মেঘাচ্ছন্নতার প্রলেপ মেখে,
দাফন হয় নিত্যনতুন কষ্টের স্তূপে।
খুব সংগোপনে একাকী দুঃখের যাতনে
শতাব্দীর পর শতাব্দী নীল কষ্ট বুকের জমিনে রেখে!
নিরালায় ডুবে যায় বিষাদময় রাত্রির বুকে।
সুখের আঙিনার দূর্বাঘাস মরে গেছে
আষ্টেপৃষ্ঠে পদদলিত হয়ে,
জীবনের নিশ্চুপ যন্ত্রণার ঘাত–প্রতিঘাতে।