কৃত্রিমতা

প্রতীকীপ্রথম আলো ফাইল ছবি

পাথরের নগরে আমি এক সবুজ প্রজাপতি
স্বপ্নিল ইচ্ছেগুলোকে অপূর্ণতার নুড়িতে মুড়িয়ে
ইট–কংক্রিটের পিচঢালা তাপিত পথেই
সবুজের সন্ধানে নিত্য ঘুরে ফিরি।
স্বর্ণলতার ঝোপের খোঁজে এদিক–ওদিক উড়ি,
জোড়শালিকের দেখা মিললেও
ওদের চোখজোড়া গরল দৃষ্টিতে মাকড়সার জাল বোনে!
নয়নমণিতেও নিখাদ প্রেমের ছায়া খেলে না।
বনবাদাড়ের গুল্মলতার সুঘ্রাণ পেতে
মার্বেল খচিত বারান্দার টবের ফুলপাতায় বসে
দীর্ঘ নিশ্বাস টেনে কেবল ব্যর্থ হই,
শহুরে সবুজে লতানো আবেগের সুঘ্রাণ কই!
ভেবেছিলাম শহুরে সবুজেও বুনো সুগন্ধি থাকে;
থাকে মায়াবী সজীবতা।
কিন্তু না, এ সবুজ বড় বেশি কৃত্রিমতার ছায়া,
সজীবতাও টিকে থাকে অনেক কিছুর সংমিশ্রণে। ভালোবাসা কিংবা মায়ার চাষাবাদ—
এখানে অযাচিত এবং নিতান্তই নির্বোধের প্রলাপ।
আমি এক সবুজ প্রজাপতি!
পাথরের নগরের কৃত্রিম রং আর ধুলো ধোঁয়ায়
আমার দেহমনের রং ক্রমশই মলিন হয়ে যায়,
মেকি সবুজের অক্সিজেনেও দমে দমেই হাঁপিয়ে উঠি!