ইচ্ছের কফিনবন্দী বার্তা

অলংকরণ: আরাফাত করিম

বর্তমানে ইচ্ছেরা চলে অন্যের মর্জিমতো
ধূমায়িত চায়ের ফোটানো গরম পানিতে
সমস্ত আশাজাগানিয়া স্বপ্ন ঝলসে যায়।
শুদ্ধতা আর সত্যতা মুখোমুখি হলে
একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করে
খানিক ঢোঁক গিলে পিছপা হয়।
কিছুটা ভয়ে
কিছুটা আত্মসম্মান রক্ষার্থে,
তবু কিছু সৎসাহস
ঘুরে দাঁড়ায় সত্যের মুখোমুখি;
মিথ্যাকে গুঁড়িয়ে দিতে করে হাতাহাতি।
যদিও এ নিষ্ফল আয়োজন
কারণ, ক্ষমতা আর নেতৃত্বের আবেদন
নিয়ে সব যুগে হয় কাড়াকাড়ি
তাই তো—
সত্য অসহায় গলিত লাশ হয়ে
কফিনবন্দী হয় আর
মিথ্যার জয়জয়কার।