সান্ধ্য মায়া

নাগরিকজীবনের সমস্ত কোলাহল শেষে হেমন্তের গোধূলিলগ্নে সুর্যাস্ত, যেন জীবনানন্দ দাশের কবিতার মতো সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। ছবিটা ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের ছাদ থেকে তোলাছবি: আলী মুর্তোজা

ঠিক সন্ধ্যার সুবাসিত বাতাস
আমার খুশিগুলো মেলে ধরে
নাচন তোলে দুঃখের রেখা ভুলে।
তাই তো,
অস্তগামী সূর্যকে বিদায় জানিয়ে
শব্দহীন নৈঃশব্দ্যকে বেছে নিতে
নাগরিক কোলাহল ছেড়ে আসি।
আমার উড়ন্ত শাড়ির আঁচলে ডুবন্ত
সূর্যের হাসিটুকু লুকিয়ে রাখি আর
নীড়ে ফেরা পাখিদের সংখ্যা গুনি।
রাত ঘন হতেই শিউলি ফোটা দেখি
হঠাৎ তোমার স্পর্শে সংবিৎ ফিরে
পেয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠি।