গিরিসংকট

প্রতীকীছবি: সংগৃহীত

যদিও ক্ষয়ই অনিবার্য,
তবু আশ্রয় অভিলাষে মনটা ছুটে যায়
দূর পর্বত পানে।
ইচ্ছা হয় ভোর শালিকের ডানায় চড়ে
ছুঁয়ে আসি সুউচ্চ দেবদারুর চূড়া।
কেমন হয় যদি কোনো একদিন
উদার আকাশটাকে আপন করে,
একটা হলদে রঙের ঘুড়ি হয়ে
পৌঁছে যেতে পারি মেঘের কাছাকাছি?
কিংবা সব আক্ষেপের অবসান ঘটিয়ে,
হোক না শুধু সন্ধ্যা তারাদের সঙ্গেই সন্ধি!
ডাহুক বলে, ‘কুহক হটাও!
এতটাও পরাবাস্তবতা কাম্য নহে।
সময়ের যে বাড়ছে ঋণ,
এ কথা কি তোমার বোধগম্য নহে?’
তবু মরু উপত্যকায় বসে গাইতে থাকি
একটা স্বরসপ্তক সনেট।
অতঃপর, কোনো এক বর্ষণের দিনে
সহাস্যে নিজেকে উৎসর্গ করি,
শতাব্দীর সবচেয়ে গহিন গিরিসংকটে।