ঝুলে আছি

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

কী সুন্দর লটকে আছে ভাগ্য
মহান ঈশ্বর দোল দিচ্ছেন, দুলছি মাত্র
ছিন্ন হওয়ার সাহস নেই, শক্তি ছিল
ওটাও লটকে আছে লাঠির ডগায়।
তেল, লবণ, হলুদ, পেঁয়াজ মুখ্য নয়
মুখ্য হলো ওদের মুখের শক্ত বয়ান
নিলে নাও, দাম হেঁকেছি ওটাই মূল্য।
ঈশ্বরকে বললাম আরও কিছু ঋণ দাও
সুদ হাঁকলেন দলিল দেখে, উপায় নেই।
কি ঈশ্বর! এবারও কি পেটে মারবে,
চটজলদি নেমে এল বৈশাখী তাণ্ডব
ঘরে তখন সংসার তছনছের ক্ষতচিত্র
তবু সেই লটকে থাকার দোলনা দুলছেই।