ওই মায়াবী চোখ দুটি তার
নিখুঁত সরলরেখা;
মন জুড়িয়ে যেত আমার
একবার পেলে দেখা!
উষ্কখুষ্ক চুল গো তাহার
দুধে আলতা মুখ,
দরদভরা কণ্ঠ শুনে
পেতাম শত সুখ!
রূপ-লাবণ্যে নেই তুলনা
অনিন্দ্য এক মেয়ে,
পথ ভুলে যাই দেখলে আমি
একবার তারে চেয়ে।
সব ভুলে যাই তাও ভুলি না
তারই মুখের হাসি,
এই জীবনের গল্পগুলোই
স্বপ্ন রাশি রাশি।