মেক্সিকোর বিপক্ষে ম্যারাডোনার ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাবেন মেসি

লিওনেল মেসিছবি: এএফপি

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে হতে যাওয়া ম্যাচটি আকাশি-নীল জার্সিধারীদের জন্য ‘ডু অর ডাই’। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জেতা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। এমনকি ড্র করলেও বাদ পড়ার শঙ্কা রয়েছে!

এমন সমীকরণ নিয়ে মাঠে নামার আগে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার করা ঐতিহাসিক এক রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় লিওনেল মেসি। আজ বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে খেলতে নামার সঙ্গে সঙ্গেই রেকর্ডটিতে ভাগ বসাবেন আর্জেন্টাইন অধিনায়ক।

ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসি—যখন আর্জেন্টিনার কোচ ছিলেন ম্যারাডোনা
ফাইল ছবি: রয়টার্স

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত সর্বাধিক ২১ ম্যাচ খেলেছেন ম্যারাডোনা। আজ মেক্সিকোর বিপক্ষে হতে যাচ্ছে বিশ্বকাপে মেসির ২১তম ম্যাচ। সবকিছু ঠিকঠাক থাকলে গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতেই রেকর্ডটি নিজের করে নেবেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

অবশ্য ম্যারাডোনা মাত্র চারটি বিশ্বকাপ খেলে রেকর্ডটি গড়েন। আর মেসির এটি পঞ্চম বিশ্বকাপ। তবে দেশটির হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড মেসির দখলেই (১৬৬)। এ তালিকায় এখনো খেলে যাচ্ছে, এমন ফুটবলারদের মধ্যে ডি মারিয়া আছেন চতুর্থ স্থানে (১২৫)। তালিকায় ম্যারাডোনার অবস্থান ১১তম (৯১ ম্যাচ)।

ডিয়েগো ম্যারাডোনার আরও একটি রেকর্ডে ভাগ বসানোর সুযোগ রয়েছে মেসির। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বাধিকসংখ্যক গোলের রেকর্ড গ্যাব্রিয়েল বাতিস্তুতার দখলে (১০টি)। দ্বিতীয় সর্বাধিক ৮টি করে গোল রয়েছে ম্যারাডোনা ও গুইলারমো স্টেবিলের। ৭টি গোল নিয়ে তৃতীয় স্থানে লিওনেল মেসি। মেক্সিকোর বিপক্ষে একটি গোল করতে পারলেই ম্যারাডোনাকে ছুঁয়ে ফেলবেন তিনি। ভাগ্য সুপ্রসন্য থাকলে হয়তো এই বিশ্বকাপেই বাতিস্তুতাকে ছাড়িয়ে যাবেন ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার।