খারাপ সময়ে মানুষ যেন একা না হয়

খারাপ সময়ে মানুষ যেন একা না হয়—এ–ই হোক প্রত্যাশাছবি: সংগৃহীত

ভালো সময় সবার জন্য ভাগ করে দেওয়া হলেও খারাপ সময় মানুষের একান্ত নিজের হয়। এ সময়ে নিজের চেয়ে আর কোনো ভালো বন্ধু হয় না। এ সময়ে কাঁদতে হয় একা, অপমানের আঘাত সয়ে যেতে হয় একা, হাঁটতে হয় একা!

অন্যদিকে সুসময়টা কেবল নিজের জন্য আসে না; সুসময় মানে আপনি আলোকিত এবং আপনার আলোয় আপনার চারপাশ ও সমাজ আলোকিত হবে। আপনার আলোয় হয়তো অন্যরাও পথ চলার সুযোগ পাবে, অন্যরা আপনার আলোয় অন্ধকারে পথ খুঁজে পাবে। নতুন নতুন মানুষ কাছে আসবে, মানুষের ভালোবাসা আর অভ্যর্থনায় সবাইকে নিয়ে এক রঙিন আনুষ্ঠানিকতায় হাসতে হবে!

অথচ দেখুন মানুষকে কাঁদতে হয় একাই, দুঃসময়টা পোহাতে হয় একাই। খারাপ সময়ে মানুষ যেন একা না হয়—এ–ই হোক প্রত্যাশা।

বন্ধু, নোয়াখালী বন্ধুসভা