প্রজাপতি মন
এক.
শীতের রাত্রিজুড়ে হাসে ভালোবাসা
দিবালোকে কাঁপে হৃদ্যন্ত্র কাঁপে যৌবন
ভালোবাসাহীন ভালোবাসায় বেঁচে থাকা নৈঃশব্দ্যে আদম জীবন
শূন্যতায় ঘেরা জীবন হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়ায় প্রজাপতি মন...
দুই.
আমার কোনো প্রেম নেই, কোনো প্রেমিকাও নেই
তাতে কি! প্রেম দেখলেই আমি প্রেমিক
প্রেমিকা দেখলেই আমি প্রেমিক পুরুষ
অথচ আজও আমার কোনো প্রেমিকা নেই...
তিন.
শিরদাঁড়াহীন মানুষ গণতন্ত্র খুঁজি বিরুদ্ধী শিবির
নেতার ইঙ্গিত ভূকম্পন-বিধস্ত হৃদয়নগর
মানবাধিকার জানতে গিয়ে ফেরেনি অনেকে এই পথে
স্বপ্নরা গুম হয় প্রত্যুষে ফেরারি বহুদিন প্রেমিক মন...