ভালোবাসার কাব্য
কল্পনার ওই ক্যানভাসে
ইচ্ছে মালা গাঁথি,
সেই তো আমার মন মাঝারে
এমনই এক সাথি।
নিত্য নতুন রং মাখিয়ে
তোমার ছবি আঁকি,
ভাবনাগুলো শব্দ যোগে
ছন্দ দিয়ে থাকি।
বর্ণমালা প্রয়োগ করে
স্বপ্ন বুনন করি,
জীবনের সব গল্প কথা
লিখে তুলে ধরি।
কখনো রাগ কখনো ভাব
চিত্ত মাঝের কথা,
আবেগ মেখে প্রকাশ করি
ভুলে যাই যে ব্যথা।
একাকিত্ব যখন লাগে
তুমি থাকো পাশে,
ধ্যানে–জ্ঞানে প্রিয় ওগো
তোমার রূপটি ভাসে।
সবাই যখন আমায় ছেড়ে
যায় যে চলে দূরে,
তুমি আমার হাতটি ধরে
প্রেরণা দাও সুরে।
তোমার মাঝে খুঁজে পাই যে
কান্না হাসির শ্রাব্য,
হিয়ার মাঝে জুড়ে আছ
ভালোবাসার কাব্য।