ঝরা পাতার মায়া
হেমন্ত আসে তোমার আগমনী বার্তা নিয়ে,
বাতাসে ঝরা পাতার শব্দে জেগে ওঠে তোমার চরণধ্বনি।
তোমার চোখের গভীরতা—শীতল নদীর নীল জল,
যেখানে রাতের তারারা ডুব দিয়ে হারিয়ে যায়।
তুমি যখন হাঁটো, মাটি যেন ধানের খেতের গান গায়,
তোমার প্রতিটি পদক্ষেপে ধূসর পৃথিবী সাজে সোনার মোহনায়।
তোমার হাসি এক টুকরো পূর্ণিমা,
যা ঘুমহীন রাতের আকাশেও সান্ত্বনা দেয়।
তোমার চুলের মৃদু ঘ্রাণ ধানের মঞ্জরি হয়ে আসে,
যা মেঠো পথে হেঁটে হেঁটে সুরের মতোন মিলিয়ে যায়।
তুমি জানো কি, তোমার ছোঁয়া উষ্ণতার এক আশ্বাস?
যেন হিম শীতল রাতে আগুনের লেলিহান শিখা।
ঝরা পাতার মতোই কি তবে আমাদের প্রেম?
যে ঝরে, তবু মাটির সঙ্গে মিলে যায় নতুন প্রাণ হয়ে।
তুমি আর আমি মিলে এই হেমন্তকে আলোকিত করি,
যেন শূন্য মাঠে নামে কুয়াশার ভোরের শুভ্রতা।
এই প্রেমের মায়ায় বাঁধা পড়ুক প্রতিটি পাতা, প্রতিটি বাতাস,
যা ঝরে, তবু হারায় না—মিশে যায় জীবনের চিরন্তন সুরে।