আমার নিশ্চুপ অভিমান

মুখোমুখি দুজনছবি: সংগৃহীত

প্রণয়ের চোখে আজ শূন্যতা
এলোমেলো যেন স্মৃতির পাতা
মুঠোবন্দী আবেগে জড়ানো ভালোবাসা
আজ ম্রিয়মাণ অভিমানের বেড়াজালে
নিয়মের হিসাবে বাঁধা সময়ে
শত প্রশ্ন নিয়ে মুখোমুখি দুজন
রয়ে যায় কিছু কথোপকথন
হিসাবের ভিড়ে নিজেকেই দিচ্ছি ফাঁকি।
জমে থাকা কথাগুলো ভেজা বালিশে চাপা
এক অপরিচিত অহমিকায় উদ্দেশ্যহীন যাত্রা
হাজারো প্রত্যাশার ভিড়ে ক্ষীয়মাণ প্রণয়
প্রতিদ্বন্দ্বী মনে নেই কোনো জয়-পরাজয়
এ কোন অদ্ভুত জালে আটকে আছি!
এ কোন দ্বিধা নিয়ে আমরা কাছাকাছি
আজ ভুলে গিয়ে সব পিছুটান
বুঝে নিয়ো এ আমার নিশ্চুপ অভিমান।