পূর্ণচন্দ্রের পূর্ণচ্ছেদ
ভদ্রতার আস্তরণে সুগন্ধির বাজার
এখানে চড়া মূল্যে বিক্রি হচ্ছে পণ্য।
বিক্রেতার চরিত্রে অদৃশ্য অদ্ভুত নেশা-
সনদে হেরে গেছে সভ্যতার মানদণ্ড।
তোমাদের মতো আমিও হেরে যাই
বিবেক রক্তে লাল পেরেক ঠোকাই।
বিধ্বস্ত স্বপ্নগুলো সুইসাইড করে;
মহানিশার চক্রে পূর্ণচন্দ্রের পূর্ণচ্ছেদ।