অনন্য প্রেম

অলংকরণ: তুলি

অবশেষে তুমি ভালোবাসলে,
তারপর মুছে গেল জন্ম-জন্মান্তরের অপূর্ণতা,
ঘুচে গেল অনন্ত রজনীর আঁধার!
গোলাপের মতো ফুটে উঠল উজ্জ্বল সকাল,
দিকহারা স্বপ্নেরা খুঁজে পেল,
দিগন্তের ওপারে বিস্তৃত গন্তব্য।
অবশেষে তুমি কাছে এলে,
তারপর নির্বাসন ভেঙে ফিরে এল,
হারানো হাসির উচ্ছল কল্লোল;
হৃদয়ের সরোবরে ডানা ঝাপটায়,
নিঃসীম সুখের শুভ্র সারস।
তুমি ভালোবাসি বলতেই,
বুকের সৈকতে এল বসন্তের জোয়ার!
প্রশান্তির উদ্বেল হাওয়ায়,
উড়ে গেল অজস্র দীর্ঘশ্বাস;
প্রণয়ের ফুলে ফুলে রঙিন হলো,
সাদাকালো পৃথিবীর প্রান্তর।
তুমি আলিঙ্গন করতেই,
পূর্ণতা ছুঁয়ে গেল আমায়;
আঁধারের সাম্রাজ্যে আজ ঝিলমিল করছে—
বিমুগ্ধ আলোকসজ্জা,
বর্ণিল উৎসবে মুখর হলো সমস্ত ভুবন।
তোমাকে পেতেই,
বাকি সব প্রাপ্তি আজ অর্থহীন!
দ্ব্যর্থহীন ঝংকারে বেজে চলছে আনন্দের সংগীত,
তুমি ভালোবাসতেই,
নিঃস্বতম এই আমি আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানব।