কৃষ্ণচূড়া পলাশ শিমুল
দুলছে ডালে হেসে,
প্রকৃতি ওই রূপ নিয়েছে
রঙিলা এক বেশে।
বসন্তকাল চারিদিকে
ফুলে ফুলে ঘেরা,
ফুলের সুবাস ছড়িয়ে দেয়
ঋতুতে সে সেরা।
কোকিল পাখির আগমন যে
ফাগুনের এই ঘ্রাণে।
কুহু কুহু মিষ্টি সুরে
বলছে কথা গানে।