শেষ যোগফল
হিসাব-নিকাশের জগৎ, জীবনের খাতায় যোগ-বিয়োগ
শূন্যের মাঝে লুকিয়ে থাকে অসীম সসীমের সূত্র
সময়ের বাস্তবতায় ভুলে যাই বাস্তব সংখ্যা।
জীবনের এই হিসাব-নিকাশ, কখনোই শেষ নয়,
একটি যোগে হাসি থাকে, অন্যটি বিয়োগের ভয়।
হিসাব মিলিয়ে চলার পথ, বারংবার ভুল হয়ে যায়,
নতুন করে গুনতে থাকি নামতার ধারাপাত।
তবু ভুল থেকে শিখে যদি জীবন চলে যায়।
অর্থের এই খেলাঘরে, খুঁজে পাওয়া শান্তির নিশ্বাসে
নির্ভুলভাবে নিজেকে জ্যামিতিক প্রমাণ করার আস্থাও আর নেই
তাই আজও কষে বেড়াই বারবার শেষ যোগফল।