জীবন

জীবনকে উপভোগ করতে হবে। ছবিটি ইউনিভার্সেল মেডিকেল কলেজ বন্ধুসভার বন্ধুদের কক্সবাজার ভ্রমণের

জীবন মানে নীল আকাশের ছায়ায় এই তো বেঁচে থাকা,
জীবন মানে দুঃখ-কষ্ট-আনন্দ-সুখ এক পৃষ্ঠায় আঁকা।
নীল আকাশে মেঘের ভেলায় ভেসে বেড়াই, হেসে বেড়াই,
তোমার হৃদয় নামের রঙিন স্বপ্নের সেই শহরের ছোট্ট মণিকোঠায়।

জীবন নামের একটি বানান চলছে দেখো অচিন্তনীয় এক ধারায়,
আকাশ পানে উড়ে বেড়ায় তুলো মেঘের চোখের জল ঝরায়।
জীবন মানে নীল আকাশে প্রদীপশিখা জ্বালিয়ে দিতে সূর্যের যত খেলা,
জীবন মানে ঝিঁঝিঁ পোকার আওয়াজ কাজল রাতের আকাশ,
চাতকমতো চেয়ে থাকে প্রেমময়ী চন্দ্র–তারার মেলা।