মন খারাপের দেশে
তোমার মন খারাপের দেশে
হারিয়ে যাব শেষে
যদি কখনো অভিমান জমে
বুক পিঞ্জিরায় এসে।
তোমার মন খারাপের দেশে
ঘুরব পাগল বেশে
দুঃখগুলো উড়িয়ে দেব
পাগলা হাসি হেসে।
তোমার মন খারাপের দেশে
স্রোতের টানে ভেসে
ভাসব আমি অথৈ জলে
তোমার কাছে এসে।
তোমার মন খারাপের দেশে
আমি পাগল বেশে
বলব তোমায় চাইছি আমি
আমার মনের দেশে।