জীবনের গল্প

ত্রিশূল বিঁধে ধ্বংস করে প্রত্যয়
পথিকের নীরবে আত্মসমর্পণ;
স্বপ্নগুলো অবনত মস্তকে লজ্জায়
পরাস্ত সৈনিক সুইসাইড নোটে।
এলোমেলো ডায়েরির উপসংহার
পাঠক খোঁজে জীবন পঙ্‌ক্তিমালা
আর হতাশায় ডুবে যাওয়ার সূত্র;
আমি খুঁজি হারানো শপথ বাক্য।
সময়ে পাল্টে যায় জীবনের গল্প  
ডানের পথিক বামে হাঁটে স্বেচ্ছায়;
শূন্যতার নিস্পৃহ ঢেউ ওঠে শরীরে
অনিষ্টের গর্তে ঢুকে নির্বাক অস্তিত্ব।