মনের বৃন্দাবনে
সবাই ব্যস্ত নিজ নিজ অবস্থানে
স্বার্থের টানে ছুটে বেড়ায় এদিক–সেদিক
ক্ষুধা নিবারণের আশায় একটু ভালো থাকার সন্ধানে।
কাউকে মনে রাখার সময়টুকু তাদের ডায়েরির পাতায় নেই
দুঃখ-কষ্টের মধ্য দিয়ে সাজাতে হয় নতুন জীবন।
আমার কষ্টগুলো খুবই বেমানান
পিছু হটছে না
গভীর নির্জনতা আচ্ছন্ন করে রাখে
পাওয়া–না পাওয়ার অনুভূতি।
কষ্ট নামের স্মৃতি জমা হয়
মনের জাদুঘরে
সকাল–বিকেল রাতের অন্ধকারে
খুঁজে বেড়ায় সুখের স্পর্শ
যা ধরাছোঁয়ার বাইরে।
কষ্ট নামের ফেরিওয়ালা হয়ে
মনের বৃন্দাবন সাজাই
নতুন আঁধারের ঠিকানায়।