অতলান্তে
বুকের ওপর হামাগুড়ি দিয়ে যায় এক জনমের প্রেম
ধানখেতের আল ধরে বাউলা বাতাস আমায় কোন দেশে নিয়ে যাবে?
দোলনচাঁপা, তার চেতনাকে নিগ্রহ করো না
উনুনে ফুলকির মতো আগুন তখন জ্বলছে
রক্ত দিয়ে একটা পতাকার জন্ম দিয়েছি
বিবেক, বৈরাগ্য দিয়ে অন্য একটা পতাকাকে ভালোবেসেছি
আমার নিজের কোনো পতাকা নেই শুধু তোমার ভালোবাসার আঁচলটুকু ছাড়া
ঝরা পাতার মতো উড়ে উড়ে যাই বাংলা ভাষা নামের বড় একটা দেশে
পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, বুকের ভেতর সেই ভাষার কবিতার রেশ
হাঁসের চঞ্চু দিয়ে দিব্যজ্ঞানে দুধ আর জল আলাদা করে যাই
ঘাসে ঘাসে মুখ রেখে অনন্ত কুয়াশার স্বাদ পাই
রোদে তাপে মিলিয়ে যাওয়ার আগে
তোমার কোমল বাহু যেন বন্ধনে জড়িয়ে থাকে
রাতের তারার মতো ঝরে যাব অতলান্তে নিকষিত হেম