নিঃসঙ্গতার ঢেউ

অলঙ্করণ: মাসুক হেলাল

সাদাসিধা সাজগোজহীন পল্লি রমণী
যেন নিরীহ হরিণীর মতো চাহনি
মায়াবতী তুমি অপরূপ রূপবতী,
সদ্য ফোঁটা বৃষ্টিতে ভেজা গোলাপ
হৃদয়ে যেন শত ব্যাকুলতার প্রলাপ।

ইচ্ছেগুলো আজ জেগে ওঠেছে
বিষণ্ন ঝরাপাতার মর্মর শব্দে,
তুমিহীন নিঃসঙ্গতার ঢেউ নীলপদ্মে।
না বলা কথাগুলো অভিমানে কাঁদে
মনের বাসনা বিন্দু বিন্দু শিশির কণা বাঁধে
বারংবার নিঃশব্দহীন তোমার সামনে দাঁড়ায়
না বলা ভালোবাসা তোমাতে হারাই।