সর্বক্ষেত্রে বাংলা ভাষার চর্চা বাড়াতে হবে

বাংলা ভাষাকে কেবল অন্তরে ধারণ করলেই হবে না, এর চর্চা সর্বক্ষেত্রে করতে হবেপ্রথম আলো

ভাষা আন্দোলন আমাদের ভেতর যে জাতীয়তাবোধ জন্ম দিয়েছিল, তারই ধারাবাহিকতায় এক সাগর রক্তের বিনিময়ে মুক্তিসংগ্রামের মাধ্যমে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা। মাতৃভাষার জন্য আমাদের এত আন্দোলন, ত্যাগ-তিতিক্ষা এবং হাজারো প্রাণের আত্মোৎসর্গ; অথচ কালের যাঁতাকলে আজ আমরা সেই ভাষাকে অনেকে ভালোভাবে জানি না। বাংলা ভাষায় সঠিকভাবে কথা বলতে পারি না। শুদ্ধভাবে উচ্চারণ করি না। লেখার সময় বানানের প্রতি মনোযোগ দিই না। অনেকেই মনে করি, শুদ্ধভাবে বাংলা বলাটা তেমন আধুনিক না!

মাতৃভাষা আমাদের শিকড়, একান্ত পরিচয়। এই ভাষা অর্জনের গল্প গৌরবের। কিন্তু এই ভাষার প্রতি আমরা কতটুকু সুবিচার করছি?

আমাদের উচিত মাতৃভাষাকে প্রকৃত সম্মান দেওয়া। বলতে, পড়তে ও লিখতে সব সময়ই বাংলা ভাষার ব্যবহার জরুরি। দেশের মানুষের কাছে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য মাতৃভাষায় পৌঁছে দেওয়ার এবং অন্য ভাষার পূর্বে আমরা যেন বাংলা ভাষাকে চর্চা করি, কোনো প্রকার বিকৃতি ছাড়া শুদ্ধভাবে কথা বলতে পারি।

কখনো কখনো আমরা নিজেদের অজান্তেই বাংলা ভাষাকে তার যোগ্য সম্মান দেওয়া থেকে বঞ্চিত করছি। সচেতন অথবা অবচেতন মনে বিকৃত করছি প্রিয় এই ভাষাকে। এতে ভাষা হারিয়ে ফেলছে তার স্বাভাবিক সৌন্দর্য। ভাষা আন্দোলনের ৭০ বছর পেরিয়ে গেলেও সর্বক্ষেত্রে এখনো বাংলার ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়নি। পুরোদস্তুর অফিস-আদালতের ভাষা করে তুলতে পারিনি। উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি বইয়ের আধিক্য বেশি। এমনকি পরীক্ষাও আমাদের ইংরেজিতে দিতে হয়। মোটকথা, বৈশ্বিক যোগাযোগের জন্য আন্তর্জাতিক একটি ভাষার পাশাপাশি আমরা আমাদের মাতৃভাষার ওপর সর্বক্ষেত্রে নির্ভরশীলতা গড়ে তুলতে পারিনি।

মাতৃভাষার গাঁথুনি ভালো না হলে বিদেশি ভাষার গাঁথুনিও শক্ত হতে পারে না। অথচ আমরা অনেকেই শুদ্ধভাবে বাংলা না শিখে বিদেশি ভাষার প্রতি আগ্রহী হচ্ছি। অভিভাবকেরাও সন্তানকে ইংরেজি মাধ্যমের স্কুল-কলেজে পাঠাচ্ছেন। ইংরেজি মাধ্যমে পাঠ গ্রহণ করা অনেক শিক্ষার্থীই আজ শুদ্ধ বাংলা উচ্চারণে কথা বলতে পারে না, আবার যারা বলতে পারে তারা লিখতে পারে না।

যদি বাংলা ভাষার ইতিহাস, শিল্প-সংস্কৃতি পরবর্তী প্রজন্মের মধ্যে সঠিকভাবে তুলে ধরতে না পারি, মাতৃভাষার মর্যাদা রাখতে ব্যর্থ হই, আমাদের শিশু-কিশোরদের সঠিক ও শুদ্ধভাবে মাতৃভাষা চর্চায় উদ্বুদ্ধ করতে না পারি, তাহলে ভাষার বিকৃতি রোধ করা কঠিন হবে। শুধু একটি দিন কিংবা একটি মাসে আটকে না রেখে আমাদের বাংলা ভাষার চর্চা বাড়াতে হবে।

সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা