প্রযুক্তির দাস

বাইরে গিয়ে খেলাধুলা করার সুযোগ নেই। এখন ঘরে বসে মুঠোফোনে গেমস খেলতে বেশি আগ্রহী শিশুরাফাইল ছবি

যান্ত্রিক এই শহরে নেই কোনো অনুভূতি
সময়ের টানে ছুটে চলে ব্যক্তি দ্রুতগতি
স্নেহ–প্রীতি যে নিষ্ঠুরতায় দিল আত্মাহুতি
সতেজ প্রাণ কৃত্রিমতায় গিলছে প্রযুক্তি।

নির্দয় বাস্তবতার স্রোতে অস্তিত্ব বিলীন
অন্তঃসারশূন্য ভূমণ্ডল আবেগবিহীন
এভাবেই যাচ্ছে চলে যায় বর্ষ মাস দিন
ক্যালকুলেটরে থেমে মন সংবেদনহীন।

একাকিত্বের চাদরে ঢেকে মানব রোবট
সুখের খোঁজে স্বভাব করে বড়ই উদ্ভট
বিত্ত, প্রতিপত্তি নেই কোনো অর্থের সংকট
কোথায় সুখ কোথায় সুখ গর্জন বিকট।

প্রযুক্তির দাসত্বে আচ্ছন্ন বিষাদি আঁধারে
একই কক্ষে বসে সবাই ফেবু মেসেঞ্জারে
আত্মঘাতী রূপে ধ্বংস সে মানস বিকারে
কিশোর যুবক ডুবে যায় রন্ধ্রের শিকারে।

মরীচিকা ধরে মর্মদেশে যন্ত্র করে বাস
রিমোট টিপে চলছে যেন যান্ত্রিক শ্বাস
ইট–পাথরে নির্মাণ করে স্বপ্নিল আবাস
জীবিকার টানে হয়ে যায় ব্যস্ততার দাস।