তুমি অবেলায় ফোটা কাশফুল

সাদা কাশফুল সাদা মেঘের দিকে সুউচ্চভাবে তাকিয়ে রয়েছে। রয়েল সিটি, সিলেট সদর, প্রতীকীছবি: তরিকুল ইসলাম ইমন

ওগো কাশের মেয়ে, আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে। জানো, তোমাকে দেখলেই নির্মলেন্দু গুণের এই কবিতাটি ভীষণ মনে পড়ে। শরৎ এলেই বুঝি আকাশের নীল রং আরও বেশি গাঢ় হয়ে যায়, মেলা বসে কাশফুলের। কিন্তু আমার কাশফুল তো তুমি। তুমি অবেলায় ফোটা কাশফুল! যেন নিয়তির মতোই নির্ভুল! বুকের মধ্যে তোমাকে নিয়ে বেঁচে থাকা, আমি এক মেঘফুল।

তুমি সামনে এলেই মেঘের সঙ্গে স্মৃতিগুলো এসে ভিড় জমায় মনের আঙিনায়। এ যেন বহুদিনের জমে থাকা সব চিঠি একসঙ্গে নিয়ে এসেছে কোনো অপরিচিত এক বুড়ো ডাকপিয়ন। এক আকাশ মন খারাপ নিয়ে হতবিহ্বল হয়ে খুলতে থাকি সেসব পুরোনো চিঠির খাম।

কাশফুলের রাজ্যে তুমি শিল্পীর তুলিতে আঁকা দূর নীলাচলের নীল ঘাসফুল। না, না, তুমি নিবিড় নীলের নীল অভিলাষী, নীল জলের নীলোৎপল। তুমি কাশফুলের রাজ্যে আধো আধো করে পা রাখলে কাশফুল যেন তার সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। মনে হয় সাদা মেঘের শতদল উড়ছে শতরূপা নীলাম্বরে।

তুমি আর কাশফুল যেন আমার সাদা মনে শিহরণ জাগায়। মন বলে কত অপরূপ সুন্দর তুমি। কাশফুলের মায়ায় জড়িয়ে রেখো আমায়, তাহলে আর কোনো দিনও ছেড়ে যাব না তোমায়।