কেন কানাডাকে সমর্থন করছেন আনচেলত্তি

কার্লো আনচেলত্তিছবি: রয়টার্স

তিনি আধুনিক ফুটবলে বিশ্বসেরা কোচদের মধ্যে অন্যতম সেরা। সদ্যই রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। কোচ হিসেবে এখন পর্যন্ত চারবার চ্যাম্পিয়নস লিগ জয়ের গৌরব রয়েছে। এর মধ্যে দুবার রিয়াল মাদ্রিদ ও দুবার এসি মিলানের সঙ্গে। এর বাইরেও কোচ হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, জার্মান বুন্দেসলিগা, ইতালিয়ান সিরি’আ ও ফরাসি লিগ ওয়ান জয়ের বিরল রেকর্ড রয়েছে তাঁর।

বলছি রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির কথা। তিনি জন্মসূত্রে ইতালির নাগরিক। কোচিং করিয়েছেন ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে। কিন্তু কাতার বিশ্বকাপে তিনি সমর্থন করছেন কানাডার, যারা কিনা দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এত এত দল থাকতে কেন তিনি কানাডার সমর্থন করছেন, তা নিয়ে ভক্তদের নানা প্রশ্ন!

কাতার বিশ্বকাপে খেলছে না ইতালি। তাই এবার কোন দলকে সমর্থন করছেন, এমন প্রশ্নের জবাবে সম্প্রতি ইতালিয়ান রেডিওকে কার্লো আনচেলত্তি বলেন, ‘বিশ্বকাপে আমি কানাডার পক্ষে উল্লাস করব। কারণ, তারা দীর্ঘদিন বৈশ্বিক আসরটিতে খেলেনি এবং কানাডা আমার দ্বিতীয় বাড়ি। তা ছাড়া কানাডা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আবরুজ্জো (ইতালির একটি অঞ্চল) থেকে। সবাই কানাডার পক্ষেই থাকবে।’

রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে কোচ কার্লো আনচেলত্তি
ফাইল ছবি

অবশ্য রিয়াল মাদ্রিদ বসের কানাডার প্রতি সমর্থনের কারণ কেবল এটাই নয়; তাঁর স্ত্রী মারিয়ান অগার ম্যাকক্লে কানাডার নাগরিক। ২০১৪ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেটিও অন্যতম কারণ। উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল ফেডারেশন কনকাক্যাফের বর্তমান প্রেসিডেন্ট ভিক্টর মন্টাগলিয়ানিও ইতালিয়ান অভিবাসী। আর কানাডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০১২-১৭ সাল পর্যন্ত।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবরে বলা হয়েছে, কার্লো আনচেলত্তি নিজেও কানাডা জাতীয় ফুটবল দলের কোচ হতে আগ্রহী। গত বছরের মে মাসে এই ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। এটা নিকট ভবিষ্যতে সম্ভব হতেও পারে! কাতার বিশ্বকাপের পরই চাকরি ছাড়তে পারেন উত্তর আমেরিকার দেশটির বর্তমান কোচ জন হার্ডম্যান। সে ক্ষেত্রে আনচেলত্তির একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু তিনি এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়বেন কি না, সেটা বলা যাচ্ছে না।

২০১৪ সালে রিয়াল মাদ্রিদে নিজের কোচিং ক্যারিয়ারের প্রথম অধ্যায় শেষ করে কানাডার ভ্যাঙ্কুবারে এক বছর ছিলেন আনচেলত্তি। পরে ২০১৫ সালে সেখান থেকে বায়ার্ন মিউনিখে পাড়ি জমান।