নূজহাত নাছিমের অণুকাব্য

ছবি: ফ্রিপিক

এক.
চাও যদি রচিব গদ্য
এই হোক তবে ভবিতব্য!

দুই.
পথে পেলে শিউলিতলা
কুড়িয়ে দিয়ো ফুল,
গাঁথব মালা জলের ধারে
করব না আর ভুল।

তিন.
অস্তিত্বের দোহাই যারা দেয়
আমরা তাদের ভালোবাসি।
দূরে থাকার সাধ তাদের মনে
আমরা তবু কাছে আসি।
সদা হাস্যমুখ কামনা করি প্রভু
সেই তো চোখের জলে ভাসি।