না ফেরার দেশে রাজশাহী বন্ধুসভার সভাপতি
প্রথম আলো রাজশাহী বন্ধুসভার সভাপতি মিজানুর রহমান সরকার আজ শুক্রবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে পরিবার, বন্ধু, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুসভার বন্ধুদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন অনেকেই। এভাবে হঠাৎ করে তাঁর চলে যাওয়াটা যেন কেউই ঠিক বিশ্বাস করতে পারছে না।
কর্মজীবনে প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন মিজানুর রহমান সরকার। তাঁর মৃত্যুতে বন্ধুসভা পরিবার গভীর শোক প্রকাশ করছে। আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করি।