তোমার চুল
তোমার চুল যেন ঝরনার মতো
শান্ত, অথচ ঢল নামে শরীর ছুঁয়ে
কবিতার শব্দদের মতোই চঞ্চল
অসম্ভব তীব্র আক্রমণ করে বুকে।
তোমার চুলের ঢেউ যেন এক নদী
কত দিন বয়ে চলেছে তীর ছুঁয়ে
অথচ ভাঙেনি কোনো বসত-ভিটা
গড়ে দিয়ে গেছে কারও বুকে প্রেম।
তোমার চুলের তীক্ষ্ণ আঁচড় শরীরে
জাগিয়ে তোলে মৃতপ্রায় আগ্নেয়গিরি,
ঘুম থেকে ডেকে তোলে অলস কবিকে
লিখতে বলে তোমার চুলের প্রেমকাব্য।