ভালো ব্যক্তি ও অমায়িক ব্যক্তি কি একই রকম

হুইলচেয়ার ব্যবহারকারী এক নারীকে রাস্তা পার করে দিচ্ছেন পুলিশের এক সদস্য। প্রতীকীছবি: সোয়েল রানা
কারও উপকার করার পর বিনিময়ে কোনো কিছু পাওয়ার আশা না করাটাই অমায়িক আচরণ।

সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে কারও জন্মদিনের শুভেচ্ছা বার্তা ফেসবুকে দেওয়া যেন ট্রেন্ডে পরিণত হয়েছে। কেউ ছবিসহ পোস্ট করে বিভিন্ন স্মৃতিচারণামূলক কথা বা নিজের মনোভাব ব্যক্ত করেন। আবার কেউ ছবি ছাড়াই পোস্ট করে অথবা ইনবক্সে একটি মেসেজ পাঠিয়ে দেন। এগুলো পেলে আমাদের ভালো লাগে।

আবার মনে করুন, কেউ একজন আপনাকে ফেসবুকে শুভেচ্ছা বার্তা না জানিয়ে বরং সামনাসামনি একটি ছোট্ট উপহার এবং সঙ্গে খুদে বার্তা লেখা নোট পাঠালেন। কিংবা সরাসরি দেখা করে বা ফোনকলের মাধ্যমে শুভেচ্ছা জানালেন। আপনি কোনটায় বেশি খুশি হবেন? অবশ্যই উপহার এবং নোট পাঠানো ব্যক্তির শুভেচ্ছা আপনাকে বেশি আকৃষ্ট করবে এবং মনে থেকে যাবে দীর্ঘদিন। কারণ, ওই মানুষটি আপনাকে বেশি মূল্য দেয়; তাঁর জীবনে আপনি গুরুত্বপূর্ণ কেউ।

ভালো ব্যক্তি ও অমায়িক ব্যক্তির মধ্যে পার্থক্য
একজন ভালো ব্যক্তি সাধারণত অন্যজনের সঙ্গে সর্বদা সুন্দর আচরণ করেন। সব সময় নিজেকে অন্যের সামনে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। ধরুন, আপনার এক সহকর্মী একদিন অফিসে রুচিশীল ও পরিপাটি পোশাক পরে এসেছেন; আপনি তাঁকে বললেন, সুন্দর দেখাচ্ছে। এটা ভালো ব্যক্তির লক্ষণ। তবে এই স্বভাব আপনার ভেতর থেকে এসেছে বলে কম মনে হবে। বরং এটা মনে হবে যে আপনি সহকর্মীকে খুশি করার জন্যই এ মন্তব্য করেছেন।

মার্কিন ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী এবং লেখক ডা. কার্লা মেরি ম্যানলি বলেন, ‘যখন কোনো ব্যক্তি কাউকে খুশি করার জন্য কিছু বলে, তখন সে–ও এটা আশা করে যে ওই ব্যক্তিটিও তাকে একদিন খুশি করবে।’ এ জায়গাটা আপনা–আপনি তৈরি হয়ে যায়। কারও কাছে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে উপস্থাপন করার জন্য এ ধরনের আচরণ সামাজিক পন্থা হিসেবে ব্যবহার হতে পারে, যোগ করেন কার্লা মেরি ম্যানলি।

অন্যদিকে কারও প্রতি অমায়িক আচরণ করার মধ্যে নিজের স্বার্থ কম থাকে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ব্রিঘাম এবং ওমেন্স হাসপাতালের সহযোগী মনোরোগ বিশেষজ্ঞ ডা. অ্যাশ নাদকার্নি। কারও উপকার করার পর বিনিময়ে কোনো কিছু পাওয়ার আশা না করাটাই অমায়িক আচরণ। উদাহরণ হিসেবে শুরুতেই শুভেচ্ছা বার্তা হিসেবে উপহার এবং নোট দেওয়ার কথা বলা যায়। যে মানুষটি এমন শুভেচ্ছা পাঠান, তিনি প্রকৃতপক্ষে বিনিময়ে কিছু আশা করেন না। তাঁর চাওয়া থাকে কেবল যাঁকে পাঠাচ্ছেন, তিন যাতে ভালো থাকেন।

আবার ধরুন, একজন বৃদ্ধ মানুষ রাস্তা পার হতে চাচ্ছেন। কিন্তু পারছেন না। হঠাৎ দেখলেন, কোথা থেকে যেন এক যুবক এসে বৃদ্ধকে হাত ধরে রাস্তা পার করে দিলেন। মুহূর্ত পরই ওই যুবককে আর দেখা গেল না। এখানে যুবকটি অমায়িক ব্যক্তি। তিনি বিনিময়ে কিছু চান না। অন্যদের ভালো রাখাতেই তাঁর যত আনন্দ।

তথ্যসূত্র: সিএনএন