বাবাকে বলা হয়নি

অলংকরণ: মাসুক হেলাল

আমার বাবাকে ক্লান্ত হতে দেখিনি
দেখেছি শান্ত, সদা মুখে হাসি
আমার মুখে হাসি দেখেই হাসেন তিনি
অথচ কোনো দিন বলা হয়নি—ভালোবাসি।
আমার বাবার মুখে হতাশা দেখিনি
দেখেছি কর্মঠ, সদা আত্মবিশ্বাসী
আমার খুশিতেই খুশি হন তিনি
অথচ কোনো দিন বলা হয়নি—ভালোবাসি।

আমার বাবার চোখে জল দেখিনি
দেখেছি স্বপ্ন, সদা লালন করেন তিনি
নিজে না খেয়ে ঈদে আমাদের কিনে দেন আতর-পাঞ্জাবি
অথচ কোনো দিন বলা হয়নি—ভালোবাসি।
আমার বাবাকে মিথ্যা বলতে দেখিনি
দেখেছি সহজ-সরল সদা সত্যবাদী
এলাকার লোকের কাছে তিনি মহৎ গুণী
অথচ কোনো দিন বলা হয়নি—ভালোবাসি।