আগে হতো বন্ধুত্ব
পত্র যোগে মিতালি,
কেউ থাকে ইছাপুরে
কেউ থাকে ইতালি।
আইটি যুগে বন্ধু হবার
এল অনেক সুযোগ,
চিঠির বদল ই-মেইল চ্যাটিং
বন্ধু গড়ার হুজুগ!
ফেসবুক তো উন্মুক্তই
বন্ধুর বিশাল বাজার,
ইচ্ছা হলেই পেতে পার
বন্ধু হাজার হাজার।
হাজার হাজার বন্ধু মিলে
নানা রকম নামে,
প্রয়োজনের সময় তো হায়
কেউ আসে না কামে।
বন্ধুর মতো বন্ধু হলে
একজনই যথেষ্ট,
ভালোবেসে ভালো রাখার
সদাই থাকে সচেষ্ট।