শরৎ

আজ শরৎ শেষ হয়ে আসছে হেমন্ত। প্রকৃতিতে শরতের এই রেশ থেকে যাবে আরও কিছুদিন। কাশফুলে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে একঝাক ‘বাংলা-বাবুই’ পাখি। চর সদিরাজপুর, পাবনাছবি: হাসান মাহমুদ

এসেছে শরৎ
হিমের পরশে লেগেছে হাওয়া
সবুজ ঘাসের আগায়
শিশিরের রেখা
সীমাহীন নীলে মাতাল অনীলে
মেঘের তুলা ভাসে
সবুজ মাঠ-প্রান্তর
প্রাণ খুলে হাসে।।