এসেছে শরৎ
হিমের পরশে লেগেছে হাওয়া
সবুজ ঘাসের আগায়
শিশিরের রেখা
সীমাহীন নীলে মাতাল অনীলে
মেঘের তুলা ভাসে
সবুজ মাঠ-প্রান্তর
প্রাণ খুলে হাসে।।
এসেছে শরৎ
হিমের পরশে লেগেছে হাওয়া
সবুজ ঘাসের আগায়
শিশিরের রেখা
সীমাহীন নীলে মাতাল অনীলে
মেঘের তুলা ভাসে
সবুজ মাঠ-প্রান্তর
প্রাণ খুলে হাসে।।