সন্ধ্যা রাতের আকাশ

‘সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে’। এমন আকাশ দেখে জীবনানন্দ দাশের এই পঙ্‌ক্তিটির কথাই মনে আসবে অনেকেরছবি: এস এম ইউসুফ উদ্দিন

অনেকগুলো বছর পেরিয়ে যাবে
হারিয়ে যাবে কত সময়।
তুমি কি আর ফিরবে?
আমার সন্ধ্যা রাতের আকাশ হয়ে।
তোমাকে খুব বেশি দেখার বায়না করে
তোমার অনিহা সৃষ্টির কারণ হব।
অথচ দেখা হবে না!
তোমাকে খুব শুনতে ইচ্ছে করবে
অথচ শোনা হবে না।
শুধু মনে থাকবে, একদিন
আমরা অনেক কথা বলেছিলাম।
আবার বহুদিন থেকে ডাকঘর বন্ধ
চিঠির কোনো আনাগোনা নেই।
তোমার বাড়ির ঠিকানা একই থাকলেও,
তুমি তো আর সেখানে নেই।
অনেকগুলো বছর পেরিয়ে যাবে
হারিয়ে যাবে কত সময়।
তুমি কি আর ফিরবে?
আমার সন্ধ্যা রাতের শুকতারা হয়ে!