সাতটি হাইকু
১. শীত পরশে
তৃপ্তির ছোঁয়া লাগে
তপ্ত প্রাণেতে!
২. অতিথি পাখি
উড়ছে ডানা মেলে
বিলের ধারে।
৩. খেজুর রসে
আনন্দে মাতে পাড়া
পিঠাপুলিতে!
৪. পাখপাখালি
মধুর সুরে গান
ধরেছে তাই।
৫. শিশিরভেজা
বাংলার ঘাসে হেঁটে
কাটছে দিন।
৬. আকাশ পানে
চেয়ে দেখি কুয়াশা
ঘিরে রেখেছে!
৭. ভোরের সূর্য
কেমনে মাথা পাতে
নতুন ধানে!