হারানো ছেলেবেলা

অলংকরণ: তুলি

সেই যে সময় ছেলেবেলা
পাল্লা দিয়ে চলত খেলা
মনের মতো ঠিক,
থাকলে জামায় ধুলার ছকা
বাড়ি ফিরে মায়ের বকা
শুনতে হতো ঠিক।

মায়ের সঙ্গে ছলাকলা
বিকেল হলে ছুটে চলা
চলত প্রতিদিন,
থাকত সঙ্গে বন্ধু রাধা
চিন্তা সকল থাকত বাঁধা
বাজত সুখের বিন।

এখন সবাই নিজের মতো
দিনগুলো সব হচ্ছে গত
শত চিন্তার ভিড়,
এমন করে হয়তো সবার
হয় না সময় কথা কবার
ধরছে মায়ায় চিড়।