খুলনা বইমেলায় তারুণ্যের প্রাণচঞ্চলতা

বইমেলায় খুলনা বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

সারা বছর অপেক্ষায় থাকি একুশে বইমেলার জন্য। খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে ফেব্রুয়ারি মাসজুড়ে এই মেলা অনুষ্ঠিত হয়। কিছু স্টলে বই এবং বাকি ১৫টি স্টলে ক্ষুদ্র ও কুটিরশিল্প এবং খাবারের দোকান ছিল।

এ বছর বইমেলায় যাওয়ার সুযোগ হয়েছে খুলনা বন্ধুসভার বন্ধুদের সঙ্গে। গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে উপদেষ্টা ও বন্ধুরা মিলে বইমেলায় যাই। বিভিন্ন স্টল ঘুরে দেখি। কথা হয় লেখকদের সঙ্গে, পাঠকের সঙ্গে।

খুলনা বন্ধুসভার সভাপতি কাজী মাসুদুল আলম বলেন, ‘বিজ্ঞান চিন্তার বইগুলোকে নিজেদের ভেতর ধারণ করতে পারলে তরুণ প্রজন্ম আধুনিক প্রযুক্তির দিক থেকে আরও এগিয়ে যাবে।’

বইমেলায় খুলনা বন্ধুসভার বন্ধুরা

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জুঁই আক্তার বলেন, ‘নতুন নতুন বইয়ের মোড়ক আমাদের তরুণ প্রজন্ম যারা পাঠকপ্রেমী আছে, তাদের সত্যিই উচ্ছ্বসিত করে।’

একুশের বইমেলার আড্ডায় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোহাঃ রহমাতুল্লাহ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক শেখ সালমান আহমেদ, কার্যনির্বাহী সদস্য আবু বকর সিদ্দিক, বন্ধু জয়ন্ত, শাম্মি আক্তার, রিশাত রওশান, রানী খাতুন, শেখ নসিব ফাহাদসহ অন্য বন্ধুরা।