আঁধারের মিতালি
শরতের বুক চিরে দমকা হাওয়া,
শুভ্র কাশের শরীর ছুঁয়ে উন্মাদ টুপটাপ বৃষ্টি শীতল,
অবাক বিস্ময়বোধক দৃষ্টিতে দেখছি ভাদ্রের বুকে আছড়ে পড়া আষাঢ়িয়া ঢল,
এ যেন নিয়মের বেড়াজাল মাড়িয়ে অলৌকিক মিলন!
চৈতন্যের গভীরে বিভোর হয়ে অনুভবের অতলে ডুবছি,
আমি কেবল বিলীন হয়ে যাচ্ছি স্মৃতি রোমন্থনে;
ধূপজ্বলা সন্ধ্যায় ছাইচাপা মেঘাচ্ছাদিত আকাশের দিকে তাকিয়ে ভাবছি, শুধু তোমাকে।
অতঃপর বৃষ্টিস্নাত বিষণ্ন সাঁঝের নীরবতায় অব্যক্ত কথাদের ভিড়,
বিধ্বস্ত গহিনে তীব্র অভিমান, চারিদিকে অভ্যস্ততার মৌ মৌ ঘ্রাণ,
ইচ্ছাকৃত পুষে রাখা খুচরো কিছু বিস্মৃত স্মৃতি, বড্ড নিঃসঙ্গ একাকী আমি,
সঙ্গে অযাচিত বেদনার ভার,
আমার চিলেকোঠা আঁকড়ে অনন্ত আঁধার;
এখানে আঁধারের মিতালি!