অব্যক্ত অনুভূতি

নীলাকাশে নিজের রূপ মেলে ধরে উঠেছে পূর্ণিমার চাঁদ। প্রতীকীছবি: হাসান মাহমুদ

আকাশের বুকে একফালি চাঁদ
কী মায়াঘেরা এ রাত!
চারদিকে সুনসান নীরব
আঁখিজোড়া চেয়ে আছে অপলক।
রাশি রাশি মেঘমালা
মিটিমিটি দু-একটি তারা,
বিষণ্নতার সীমানা পেরিয়ে
ভাবনারা হয় ছন্নছাড়া।
হিমশীতল বাতাস বয়
শিহরিত হয় হৃদয়,
কথামালা পায় না খুঁজে ভাষা
কিছু অনুভূতি অব্যক্ত রয়ে যায়।
ঝিঁঝিপোকাদেরও ঘুম পেয়েছে
প্রকৃতি যেন স্তব্ধ নিশ্চল,
আলো-আঁধারির লুকোচুরিতে
বান ডেকেছে নোনাজল।