বর্ষা

বাদলা দিনেফাইল ছবি

বাদল হাসে মেঠো পথে
গায়ে মাখে কাদা,
দ্যুলোক ভেদে বৃষ্টি ঝরে
হঠাৎ জ্বলে আভা।
চাষার কাজে স্ববিরতি
মেয়ে ছোটে বাড়ি,
নদীর ধারে গরু বাঁধা
নিয়ে আসি ত্বরি।
বর্ষাজুড়ে রূপের আগুন
তমিস্র আর আঁধার,
তাই না দেখে রাখাল ছেলের
বেজায় মুখ বেজার!
প্রকৃতিরানি সেজেছে ভারি
বক্ষে নতুন প্রাণ,
নিত্য বাজে নবীন শ্লোক
অলির অঙ্গে স্নান।

বধূয়ার কলসি ভরা পানি
মিশেছে বৃষ্টির জলে,
আঁচল গুছিয়ে কোমরে, বধূয়া
ছুটে যায় কদমতলে।
মেঘের মালা গেঁথে চলেন মা
শখের নকশিকাঁথায়,
দাদির মুখে কেচ্ছা শুনি
বাদলা দিনের আলোয়।
বার্তা বয়ে কদম আসে
বর্ষাবরণ সাজে,
কেয়া–তমাল, বেলি-হিজল
ফোঁটে আপন লাজে।
আষাঢ় ঘিরে উৎসব জমায়
ব্যাঙের সমাবেশ,
আকাশে মেঘ জমলেই শুনি
ব্যাঙ মশায়দের আমেজ।