ভালোবাসার চিঠি

ডাকবাক্সছবি: সংগৃহীত

ভালোবাসার ডাকবাক্সে জমানো চিঠি
রঙিন পেনসিলে আঁকা গল্পের একক আধিপত্য,
কল্পনার পাখা মেলে দূর–দিগন্তে।
পিয়াসী হৃদয় সাঁতার কাটে পদ্ম সরোবরে
প্রজাপতি ভিড় জমানো শান্ত বিকেল,
পাখির কণ্ঠে মুছে যায় দিনের কলরব।
ভালোবাসার উঠোনজুড়ে জোনাকির মেলা
চিঠির পাতায় জ্বলে ওঠে মকমল আলো,
স্তব্ধ বাতাস কানে কানে বলে, আমি এসেছি।
তন্দ্রামগ্ন বিরহী বধূ সাজায় বরণ ডালা
প্রদীপ শিখায় ভালোবাসার উদ্বোধনী আহ্বান,
ধীর পায়ে এগিয়ে চলে কৃষ্ণকলি মন।