শ্রেষ্ঠ মানুষ
কাঠফাটা রোদ ভীষণ গরম
অগ্নি পড়ে ঝরে
পিচ গলে যায় সড়কপথের
থাকা কঠিন ঘরে।
এই দিনেও দেশের কৃষক
নেই তো ঘরে বসে
রোদ–বৃষ্টি মাথায় নিয়েই
যাচ্ছে জমি চষে।
সোনার ফসল ফলায় তারা
রক্ত করে পানি
তাদের দুঃখ–কষ্টগুলো
কজন মোরা জানি!
প্রাসাদসম অট্টালিকায়
তাদের ফসল আসে
তাদের ঘামে তাদের শ্রমেই
পুরো জগৎ হাসে।
মানুষ তারা শ্রেষ্ঠ তারা
তারাই মহীয়ান
তাদের কর্মে ধন্য জগৎ
গাই তাদেরই গান।