প্রেমদেবী
কোটি কোটি যুগ ধরে আমি প্রেমদেবীকে খুঁজে চলেছি,
দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর;
পার করেছি আমার মধুমাখা উত্তাল যৌবন,
এখনো হৃদয় গভীরে সমুদ্রের ঢেউ ঝড় তুলে কলকল।
এই রঙিন জগৎ তন্নতন্ন করে খুঁজছি ইচ্ছে ঘুড়িতে চড়ে;
কোথাও পাইনি তাঁর কোনো সন্ধান।
ওই আকাশে-বাতাসে, গিরি-পর্বত, সমুদ্র-সৈকত,
কিংবা পরির দেশ অথবা দেশ-দেশান্তর—
কোথাও পাইনি তাঁকে খুঁজে বিশ্বসংসার তন্নতন্ন করে।
অবশেষে একদিন হঠাৎ দেখি তাঁকে, এই ধানশালিকের দেশে,
স্বপ্নের নকশিকাঁথার মাঠে;
সে চুপটি করে বসে আছে, দুই নয়নের দেশে।