বাজাও মোহন বাঁশি
তোমার অপেক্ষায় কত প্রহর কাটে,
ভাবনার করিডরে দিবানিশি উদ্বেলিত হয় মন!
প্রতিটি ঋতুতে তুমি আসবে বলে;
প্রতীক্ষায় পথ চেয়ে চেয়ে শুধু রই।
ওগো স্বপ্ন দেখা সে-ই প্রিয় মুখ
কখনো ভাবি, তুমি মেঘেদের ভিড়ে বিস্তৃত ওই
আকাশে একফালি পেঁজা তুলো
আমার দিগন্ত ছুঁয়ে যাও ভালোবেসে আলতো করে।
কখনো তুমি ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটায় এসে যেন
ভিজে দাও অশান্ত এই তপ্ত মন।
কখনো তুমি সুরের দোল তুলে বাজাও মোহন বাঁশি
কখনো রৌদ্রময় কখনোবা সমুদ্রের উত্তাল ঢেউ
তুমি হৃদয়ের উঠোনে ভালোবাসার ফুল ছড়িয়ে
একচিলতে হাসিতে রোজ খেলে বেড়াও;
আমি ভাবি, এই বুঝি হলো তোমার শুভাগমন।